Saturday, December 5, 2020

ডুমুরিয়ার সাংবাদিক ফিরোজ খান চলে গেলেন না ফেরার দেশে https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার শাহাপুর প্রতিনিধি সাংবাদিক ফিরোজ খান চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্ল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর রাত ৩ টার দিকে চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য সহকর্মী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাংবাদিক ফিরোজ খান কয়েক বছর যাবৎ ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছু দিন আগে তার পায়ের ফোঁড়া অস্ত্রোপচারজনিত কারণে পঁচন রোগ শুরু হলে গত সপ্তাহ খানেক আগে তাকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথিমধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা নামক স্থানে শনিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার বাদ আসর ডুমুরিয়া উপজেলার শাহাপুরে মরহুমের গ্রামের বাড়ির শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এদিকে সাংবাদিক ফিরোজ খানের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ-এমপি ও উপদেষ্টা মন্ডলির সদস্য ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জি, সহ-সভাপতি শেখ হেদায়েতুল্য¬াহ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, কোষাধ্যক্ষ শেখ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,দপ্তর সম্পাদক জি,এম ফিরোজ, নির্বাহী সদস্য অধ্যাপক মো. নুরুল ইসলাম খান, বখতিয়ার উদ্দীন রোমেল ও আসাদুজ্জামান রিপন। অপর দিকে অনুরুপ বিবৃতি দিয়েছেন ‘উপকূল সাংবাদিক ফাউন্ডেশন’র পক্ষে শেখ হেদায়েতুল¬্যাহ, সুমন্ত চক্রর্তী, মো. হুমায়ুন কবীর, রিয়াসাত আলী, শেখ মনিরুজ্জামান মনু, মো. আব্দুল আজিজ, আজগর হোসেন সাব্বির, জাহিদুর রহমান সোহাগ, আব্দুর রাজ্জাক শেখ, আব্দুল লতিফ মোড়ল, আনোয়ার হোসেন আকুঞ্জী, জিএম ফিরোজ, লাইমুন নাহার সীমু, মারিয়া আফরিন পায়েলসহ অনেকে। প্রেসবিজ্ঞপ্তি

The post ডুমুরিয়ার সাংবাদিক ফিরোজ খান চলে গেলেন না ফেরার দেশে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JRLDyw

No comments:

Post a Comment