Saturday, December 5, 2020

নদী ভাঙনের কবলে সুন্দবনের টেংরাখালী টহলফাঁড়ি https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলায় সুন্দরবন ঘেষা মরাগাং নদীর তীরে স্থাপিত সাতক্ষীরা বন বিভাগের আওতাধীন টেংরাখালী বন টহলফাঁড়ি ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতে টহলফাঁড়ির এক তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

চার বন কর্মী মারাত্মক ঝুঁকির মধ্যে অফিসের কার্যক্রম করছেন। তবে, যে কোনো মুহূর্তে সমগ্র অফিস ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন অফিসের ইনচার্জ (ওসি) সিরাজ আলী বিশ্বাস। তিনি বলেন, বিগত বছর খানেক অফিসটি নদী ভাঙনের কবলে পড়েছে। সংশ্লিষ্ট বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, বনজীবীদের নির্বিঘেœ জীবিকা নির্বাহসহ সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৪০ বছর পূর্বে টেংরাখালী বন টহলফাঁড়ি নির্মাণ করা হয়েছিল।

সম্প্রতি মরাগাং নদীতে ভাঙন শুরু হওয়ায় অফিসটি ঝুঁকির মধ্যে পড়েছে। অন্য জায়গায় সরিয়ে নিয়ে দ্রুত অফিস নির্মাণের কাজ শুরু হবে। সাতক্ষীরা রেঞ্জের তত্ত্বাবধানে চারটি স্টেশন অফিস ও দশটি টহলফাঁড়িতে ১৩০জন কর্মকর্তা কর্মচারী সুন্দরবনের নিরাপত্তা ও বনদস্যু নির্মূলসহ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করে যাচ্ছে।
আজিজুর রহমান, শ্যামনগর (সদর):

The post নদী ভাঙনের কবলে সুন্দবনের টেংরাখালী টহলফাঁড়ি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37E0BjJ

No comments:

Post a Comment