মুজিব বর্ষ উপলক্ষে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালীদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. আশরাফুল হক জেলেদের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আলহাজ¦ নাজমুল হুদা প্রমুখ।
উক্ত অনুষ্ঠান থেকে এ সময় উপকূলীয় এলাকার তিন’শ জন দুঃস্থ জেলে বাওয়ালীদের মাঝে কম্বল এবং এক’শ জন জেলে বাওয়ালীদের মাঝে লাইভ জ্যাকেট, রেডিও, টর্চলাইট, রেইন কোট ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এ সময় বলেন, সুন্দরবনের সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে জেলে বাওয়ালীদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্ট গার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।
পত্রদূত ডেস্ক:
The post সুন্দরবনেজীবীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন কোস্ট গার্ডের মহাপরিচালক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lzAuiJ
No comments:
Post a Comment