রাজস্ব কর্মকর্তাকে হয়রানির প্রতিবাদে তৃতীয় দিনেরমত বেনাপোল শুল্কভবনের রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত তারা কলম বিরতি পালন করেন। এসময় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়ন, খালাসসহ সকল কাজকর্ম বন্ধ ছিল।
বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন(খুকাএভ) এই কর্মসূচির আয়োজন করেছে। ফলে বানিজ্যে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতার।
খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন।
এসময় তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুসি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল শুল্কভবনেও মানববন্ধন ও কলম বিরতি পালন করছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
এম এ রহিম, বেনাপোল (যশোর):
The post কাস্টমসের যুগ্ম-কমিশনারের অপসারণের দাবীতে বেনাপোলে কর্মবিরতি অব্যাহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lzAC1H
No comments:
Post a Comment