আরিফ মাহমুদ: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজার সংলগ্ন ধানদিয়া কমিউনিটি ক্লিনিক ও বেলা ২টার দিকে ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন (সিএস) ডাক্তর হুসাইন শাফায়াত বলেন, প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের ইতোমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিনামূল্যের ওষুধ, স্বাস্থ্য পরামর্শসহ সরকার প্রদত্ত স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করা হয়। সুতরাং সেবাদাতা ও সেবা গ্রহিতাদের পারস্পারিক সদাচরণ গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার মাহাদী আল মাসুদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত কলারোয়া উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিদর্শনে আসেন। পরে তিনি জয়নগরের ধানদিয়া সিসি ও সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সিসি’র নতুন ভবন উদ্বোধন করেন।’
The post কলারোয়ার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34FPPsG
No comments:
Post a Comment