Wednesday, December 2, 2020

ইসলামকাটি ভূমিহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি মোস্তফা কামাল https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকাঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ এলাকায় নুরু সরদারের ঘর নির্মাণের মাধ্যম দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, তালা থানা ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা প্রমুখ। আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫টি ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন।

The post ইসলামকাটি ভূমিহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি মোস্তফা কামাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qkWWQh

No comments:

Post a Comment