Wednesday, December 2, 2020

শেখ রাসেল স্মৃতি ফুটবলটুর্নামেন্টের ফাইনালে কলারোয়ার কেঁড়াগাছি https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁডাগাছি ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে ঝাউডাঙ্গা কে হারিয়ে কলারোয়ার কেঁড়াগাছি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার (২ডিসেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় কেড়াগাছি ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব বনাম ঝাউডাঙ্গা মডার্ন ক্লাব অংশ নেয়। খেলা শুরুতে কেঁড়াগাছির আত্মঘাতী গোলে ঝাউডাঙ্গা একটি গোলে এগিয়ে যায়। খেলার ২৯ মিনিটে কেঁড়াগাছি ইয়াংস্টার ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় দারুস একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়।

বিরতির পর কেঁড়াগাছির ১১ নম্বর জার্সি পরা খেলোয়াড় সাদ্দাম ৫ ও ২০ মিনিটে দুটি গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে এগিয়ে নেন।
রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কেঁড়াগাছি ফুটবল একাদশ কলারোয়া।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ ও মোশারফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন তৌহিদুজ্জামান।
খেলাটি সরাসরি দৈনিক পত্রদূত পত্রিকার ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, আশিকুর রহমান মুন্না, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল¬্যা, সদস্য ইউনুস আলী, মুক্তিযোদ্ধা আশরাফ আলী, হারুন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূট্টোলাল গাইন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post শেখ রাসেল স্মৃতি ফুটবলটুর্নামেন্টের ফাইনালে কলারোয়ার কেঁড়াগাছি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3offmjz

No comments:

Post a Comment