Sunday, December 6, 2020

দেবহাটায় পথ সভায় নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটার সখিপুর মোড়ে বঙ্গবন্ধু মোড়ালে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমানের পক্ষে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ও সভাপতিত্বে এ পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান, ইউপি সদস্য আকবর আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, আগামী ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের জয় আনতে সকলকে এক সাথে কাজ করতে হবে। নৌকা জয় এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে চলমান উন্নয়ন সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনার কল্যাণে দেশ আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন ঘিরে কেউ সহিংসতা মূলক কর্মকান্ড করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্ভয়ে কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিতে পারবে। সে ব্যাপারে প্রশাসন কাজ করছে। কোথাও কোন সমস্যার সৃষ্টি হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা পুলিশকে জানান। বক্তরা নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, নৌকার জয় মানে শেখ হাসিনার জয়। সে বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের কাছে প্রধান মন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করুন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করুন। যেকোন মূল্য নৌকার বিজয় আনতে হবে।

The post দেবহাটায় পথ সভায় নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39Q7d18

No comments:

Post a Comment