Monday, January 25, 2021

দেবহাটায় লালন মেলায় সুরের আবেশে প্রাণোচ্ছ্বাস https://ift.tt/2Yf9dcu

দিপঙ্কর বিশ্বাস: মধ্য মাঘের হালকা শীতের আবেশে সুরের মূর্ছনায় প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন লালন ভক্ত হাজারো মানুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, শেখ মুজিবুর রহমান…গানটির মাদ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ হয় হয়-মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে…। মাঘের পড়ন্ত বিকেল থেকে রাত পর্যন্ত চলে সুরের মহড়া। সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় গ্রাম বাংলার লোকনাট্য লালন মেলা ও লালন প্রতিযোগিতার বৈকালিক আয়োজনে ঢল নামে দর্শক-শ্রোতার।

সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে শুরু হয় লোকনাট্য লালন মেলা ও লালন প্রতিযোগিতা। চলে রাত পর্যন্ত। পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী শহিদুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় পারুলিয়া শহীদ কাশেম পার্কে এ মেলা অনুষ্ঠিত হয়।

 


প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ।
প্রতিযোগীতায় ১ম পুরস্কার ১০ হাজার টাকা, ২য় পুরস্কার ৭ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪ হাজার টাকা ও ৫ম পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়। মেলায় বাগেরহাট, খুলনা, যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা থেকে ৩৮জন অংশগ্রহণ করেন।

 

আগতবিচারকগণের মধ্যে উপস্থিত ছিলেন-ফজলুল হক দরবার শরীফ, মোতাহার সরকার (গীতিকার), যশোর ঝিকরগাছা থেকে বাবুল আব্দুল জব্বার চিস্তি, খান জাহান আলি মাজার শরীফ বাগেরহাট থেকে খাদেম লালন ফকির, পাঁচপোতা কলারোয়া থেকে আব্দুল খালেক সায়েজি, খুলনা বেতারের নিয়মিত শিল্পী কাশেম বয়াতি, আবেদুর রহমান খান ।

 

The post দেবহাটায় লালন মেলায় সুরের আবেশে প্রাণোচ্ছ্বাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YcI1Lk

No comments:

Post a Comment