Saturday, January 23, 2021

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পত্রদূত https://ift.tt/3sOiAxD

পত্রদূত রিপোর্ট: দৈনিক পত্রদূতের ২৬ পেরিয়ে ২৭-এ পদার্পন উপলক্ষে ২৩ জানুয়ারি ফুলে ফুলে ভরে যায় পত্রদূত হাউস। ফুলেল শুভেচ্ছা আর শুভ কামনা জানান শুভাকাক্সক্ষীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন হাজারো মানুষ। শুভ কামনা জানিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী বন্ধুরাও।

২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পত্রদূত ভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইমলাম সন্ধ্যায় পত্রদূতের চিরকল্যাণ ও শুভ কামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বশির আহমেদসহ অন্যরা। পত্রদূত পরিবারের পক্ষ থেকে অনুরূপ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিসহ অন্যরা।

 

এর আগে সকালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, বার্তা সম্পাদক মুনসুর রহমানসহ প্রমুখ। এসময় স ম আলাউদ্দীন পুত্র ইকবাল পারভেজ জয় শুভেচ্ছা গ্রহণ করে অনুরূপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এরপর শুভেচ্ছা জানান সাতক্ষীরার জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য এডিটরস ডট নেট এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক তানজির আহমেদ নাহিদসহ প্রমুখ।

 

এরপর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট শিশু চিকিৎসক জাকির হোসেন। অনুরূপভাবে শুভেচ্ছা বিনিময় করেন এসএসসি ব্যাচ-১৯৯১ এর বন্ধুমহল। এদিকে দুপুরে শুভকামনার ডালি সাজিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইটিভি ও ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনি।

 

এসময় উপদেষ্টা সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক অনুরূপভাবে মনিরুল ইসলাম মিনিকে শুভেচ্ছা জানান।

এদিকে শনিবার সন্ধ্যায় দৈনিক পত্রদূত এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সংকল্প নিউজ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পত্রদূত এর নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতির হাতে সংকল্প নিউজ এর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী ও উপ-সম্পাদক কাজী শওকাত হোসেন ময়না ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুরূপভাবে শুভেচ্ছা জানান, সাতক্ষীরা দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, কৃষক লীগ নেতা আতিয়ার রহমান, সাংবাদিক সদরুল কাদির প্রমুখ।

 

সংকল্প নিউজ এর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী দৈনিক পত্রদুত পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও সাহসী সাংবাদিকতায় ভূমিকা রাখার আহবান জানান। এভাবে দিনভর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

The post ফুলেল শুভেচ্ছায় সিক্ত পত্রদূত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oiMVkI

No comments:

Post a Comment