আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধের স্লোব কেটে পাকাঘর নির্মাণ ও কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্য দিবালোকে নির্মাণ কাজ করা হলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় বহাল তবিয়তে চালাচ্ছে নির্মাণ কাজ।
সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বুধহাটা-কুল্যা ইউনিয়নের সীমান্তবর্তী পাউবো’র ২ নং পোল্ডারের বেড়িবাঁধের স্লোব কেটে এক সপ্তাহ আগে মেসার্স ইরামনি ব্রিক্স কর্তৃপক্ষ ৩ কক্ষ বিশিষ্ট বৃহৎ আকারের পাকাঘর নির্মাণ কাজ শুরু করেন। ঘরের গাথুনির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে ওয়াপদার স্লোব কেটে এবং খাস জমিতে পাকা ইমারত নির্মাণ করার ঘটনা এলাকার মানুষকে অবৈধ দখল কাজকে উৎসাহিত করছে। সপ্তাহ ধরে নির্মাণ কাজ চললেও পাউবো’র কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় কাজ দ্রুততার সাথে করে যাচ্ছে।
এব্যাপারে ভাটার ম্যানেজারের সাথে সাংবাদিকদের পক্ষ থেকে কথা বললে তিনি জানান, অনেক স্থানে এভাবে পাকা কাজ করা হচ্ছে, আমরাও সে ভাবেই কাজ করছি। এব্যাপারে পাউবো’র এসও’র সাথে মোবাইলে দুপুর ১২ টার দিকে কথা বললে তিনি লোক পাঠাচ্ছি বলে জানান। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজের স্থানে কোন লোক আসেনি। একদল সাংবাদিক বিকাল ৪টার দিকে ইটভাটায় গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখে পাউবো’র এসও’র সাথে পুনরায় মোবাইলে কথা বললে তিনি বলেন, লোক পাঠিয়েছিলাম কিন্তু খুঁজে পায়নি। আবার পাঠান হচ্ছে বলে তিনি জানান। এ সময় ভাটায় ট্রলিতে করে কাঠ আনতেও দেখাগেছে। ভাটায় এভাবে কয়লার পাশাপাশি কাঠের ব্যবহার হয়ে থাকে বলে অনেকে দাবী করেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।
The post আশাশুনির বুধহাটা ইরামনি ব্রিক্সে পাউবো’র স্লোব কেটে পাকাঘর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38U6RVf
No comments:
Post a Comment