Tuesday, January 5, 2021

ফিংড়ীতে রাস্তার বেহাল দশা: উল্টে গেলো ভ্যান https://ift.tt/eA8V8J

ফিংড়ী প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের রাস্তার বেহাল দশার কারণে একটি ভ্যান রাস্তার উপর উল্টে যায়। ফিংড়ী এতিমখানার পশ্চিমপাশে সাতক্ষীরা ব্যাংদহা সড়কে ঘটনাটি ঘটে। গরিব অসহায় ভ্যানচালক চয়ন তার ভ্যান নিয়ে রাস্তা চলার সময় ভ্যানে থাকা মালামালসহ ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলসহ মাটি বহনকারি লরি চলাচল করার জন্য আজ রাস্তার বেহাল দশা। তারপরেও কর্তৃপক্ষ নিরব। সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

The post ফিংড়ীতে রাস্তার বেহাল দশা: উল্টে গেলো ভ্যান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3omm8og

No comments:

Post a Comment