পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মুজিববর্ষে গৃহহীন পরিবারকে ঘর প্রদান ও দলিল হস্তান্তর উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ দিক নিদের্শশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের কার্যক্রম চলমান আছে। পাইকগাছা উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদানে এ কার্যক্রমের উপর পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রেস ব্রিফিং করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। প্রেস ব্রিফিং এ নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, চাদখালী, গড়ইখালী ইউনিয়নের ২২০ পরিবারকে ঘর প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিটি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ও ২ শতক জমি রেজিস্ট্রি পূর্বক নাম পত্তন কাগজ পত্র বুঝিয়ে দেযা হবে। প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি ২০২১ তারিখে এ ঘর পাইকগাছাসহ দেশ ব্যাপী ভূমিহীনদের বুঝিয়ে দিবেন। প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়ারদার প্রমুখ।
The post মুজিববর্ষে পাইকগাছায় স্বপ্নের ঘর পাবে ২২০ গৃহহীন পরিবার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39MXg2Y
No comments:
Post a Comment