সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গোপালপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের আয়োজনে মন্দির চত্ত্বরে শ্রী মদ্ সুভগস্বামী গুরু মহারাজের ৮১তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে শ্রী ব্যাস পূজার আয়োজন করা হয়। শুক্রবার শ্রী ব্যাস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে ভজনকীর্তন, মহারাজের গুণকীর্তন, আলোচনাসভা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য বর্তমান আচার্য শ্রী শ্রীমৎ সুভগ স্বামী গুরুমহারাজের ৮১তম আর্বিভাব তিথি উপলক্ষে গোপালপুর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের প্রধান শ্রীপাদ কৃষ্ণ সখা দাসের সঞ্চালনায় ব্যাস পূজার আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বরকন্দাজ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক পরিমল মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, ইউপি সদস্য মলয় কুমার, নির্মল কুমার মন্ডল, মৃনাল কান্তি মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে ভগবত আলোচনা করেন তরুণ কৃষ্ণদাস অধিকারী, মহাবীর্য দাস ব্রক্ষ¥াচারী, অমর কৃষ্ণ দাস ব্রক্ষ¥াচারী, মনিরাম দাস ব্রক্ষ¥াচারী, সংকর্ষণদাস ব্রক্ষ¥াচারী প্রমুখ। ভজনকীর্তন পরিবেশন করেন অরবিন্দ দাস ব্রক্ষ¥াচারী, সুপদ বৈদ্য, প্রভাষ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
The post শ্যামনগর গোপালপুর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দিরে শ্রীব্যাস পূজা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pGULW8
No comments:
Post a Comment