আশাশুনি ব্যুরো: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হলো ১২১জন ছাত্র-ছাত্রী। স্কুলের ভর্তির আবেদনপত্র জমা ও ভর্তির তারিখ পিছায়ে দেয়ায় অতিরিক্ত সময়ে অনেকেই আবেদনপত্র জমা দেয়ার সুযোগ পেয়েছে। গত ২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসসহ শিক্ষকদের উপস্থিতিতে অনলাইন লটারীর মাধ্যমে ১২০ জনকে তালিকাভূক্ত করা হয়। অপেক্ষামান রাখা হয় ১২ জন ছাত্র-ছাত্রীকে। ভর্তি শেষ দিন ২০ জানুয়ারীতে ভর্তি হয় ১১৩ জন। অপেক্ষামানদের ১২ জনের মধ্যে ভর্তির শেষ ২৫ জানুয়ারিতে অপেক্ষামান প্রথম থেকে ৭ জন ২৩ তারিখের মধ্যে ভর্তি হওয়ায় মোট ১২০ জন ভর্তি হয়। কিন্তু মূল তালিকাধারীর মধ্যে ভর্তি না হওয়া তালিকাভূক্ত ৮৪ নম্বরধারী শেষ দিনের আগেই ভর্তি হতে ইচ্ছুক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাকেও ভর্তি করায় মোট ১২১ জন ভর্তি হয়েছে।
The post আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলো ১২১ জন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3chGyM8
No comments:
Post a Comment