কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়াতে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় কুলিয়া নতুন বাজার এলাকায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাস্ক পরিধান না করার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক শীতার্ত বৃদ্ধাকে দেখে নিজ অর্থে শীতবস্ত্র ক্রয় করে বৃদ্ধার গায়ে পরিয়ে দেন। পরে কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন এবং তাদের শারিরিক খোঁজ খবর নেন। পরিশেষে কুলিয়া নতুন কাঁচা বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও কাচাঁ মালা মালের দামের কথা শোনেন। এসময় জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাংবাদিক আবীর হোসেন লিয়ন, দেবহাটা থানার এসআই রশিদুল ইসলাম, অফিস সহকারী সরোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
The post কুলিয়ায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iAznj8
No comments:
Post a Comment