বদিউজ্জামান: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, প্রতিবন্ধীরাও সমাজের মূল ¯্রােত। তাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, লিগ্যাল এইড আইনে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদেরকে যেমন অগ্রাধিকার দেওয়া হয়েছে, তেমনি বিচার কার্যক্রমসহ সমাজের সকল ক্ষেত্রে তারা যাতে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিচার বিভাগ, সাতক্ষীরা এবং উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, সাতক্ষীরা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী নারীর এ্যকসেস টু জাস্টিস’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরও বলেন, প্রতিবন্ধীদেরকে তাদের অধিকার আদায়ে আরও বেশি সচেতন হতে হবে। তিনি উপস্থিত সকলকে প্রতিবন্ধীদের ব্যাপারে চিন্তার এবং মানসিকতার পরিবর্তন ঘটানোর আহবান জানিয়ে বলেন, আমরা যেন প্রতিবন্ধী বান্ধব হই, মনে রাখতে হবে- মানব সেবাই সব থেকে বড় সেবা। শেখ মফিজুর রহমান সকল প্রকার বৈষম্য থেকে পৃথিবীটাকে মুক্ত করতে হবে উল্লেখ করে আরও বলেন, যে যার অবস্থানে থেকে যদি আমরা কিছু ভাল কাজ করতে পারি তবেই মানুষ হিসেবে জন্ম গ্রহণ করাটা সার্থক হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এস, এম নূরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর ও আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফারুক ইকবাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম, প্রবেশন অফিসার সুমনা শারমিন, জিপি এড. শম্ভু নাথ শিংহ, বারের সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের মহাসচিব শেখ আবুল কালাম আজাদ ও শ্যামনগরের পদ্মপুকুর প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর শিরিন আক্তার এবং পেপার উপস্থাপন করেন, উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। সমগ্র কর্মশালাটি সঞ্চালনা করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।
The post প্রতিবন্ধীরাও সমাজের মূল স্রোত: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sLsyQn
No comments:
Post a Comment