Tuesday, January 5, 2021

কলারোয়ায় ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ: কলারোয়ায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান। মঙ্গলবার (৫জানুয়ারি) উপজেলা জয়নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি অর্থায়নে নির্মাণাধীন ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন তিনি।
শাহীন ইমরান সেখানে ঘুরে ঘুরে ঘরের অবকাঠামো বিষয় অবলোকন করেন ও বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। জয়নগর ইউনিয়নে প্রথম পর্যায়ে ১০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে। চলমান গৃহ নির্মাণ শেষ পর্যায়ে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সুলতানা জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবুসহ জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয়রা।
ইউএনও মৌসুমী জেরিন কান্তা জানান, ‘কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য সরকারি অর্থায়নে গৃহ নির্মাণ করা হচ্ছে। জয়নগরে নির্মাণ করা হচ্ছে ১০টি।’ এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শাহীন ইমরান কলারোয়া পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।

The post কলারোয়ায় ভূমিহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ojtR6q

No comments:

Post a Comment