নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে ফেলছেন সাতক্ষীরার তালা সদরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম।
মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, পাড়ায় পাড়ায় উঠান বৈঠক ও নির্বাচনী নানা প্রচারণায় ভোটের মাঠে ব্যাপক দৌড়াচ্ছেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ২২ মার্চ তালায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা শোনা যাচ্ছে।
ইতোমধ্যে সব দলের প্রার্থীরা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। তার মধ্যে জোরোসোরে মাঠে নেমেছেন সাবেক চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তাছাড়া চেয়ারম্যান পদে আরও মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন। তবে দলীয় প্রতিক নৌকা না পেলে তারা জোরোসোরে মাঠে নামবেন না বলে জানা গেছে।
অন্যদিকে, বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে মাঠে রয়েছেন আজিজুর রহমান ও রেজাউল ইসলাম রেজা। তাছাড়া জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এড. সরদার মশিয়ার রহমান।
উল্লে¬খ্য, সবশেষ ২০১৬ সালে মার্চে প্রথম কোটায় তালায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আগামী মার্চে পাঁচ বছর মেয়াদ শেষ হবে ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
The post তালায় ভোটের মাঠে ব্যাপক দৌড়াদৌড়ি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2MoDMd5
No comments:
Post a Comment