‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই স্লোগানে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের উপবুত্তি এবং হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২রা জানুয়ারি২০২১) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য শেষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের উপবুত্তি এবং হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনাদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যলয়ের উপ পরিচালক অতিরিক্ত দায়িত্বে মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, শহর সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের প্রফেসন অফিসার সুমনা শারমিনসহ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় ৭১জন দরিদ্র মানুষের মাঝে ১৮লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ ও ৬৫ জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে ৫লাখ ৯৪ হাজার টাকার উপবুত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hyJTHd
No comments:
Post a Comment