Friday, January 1, 2021

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফারুকুজ্জামান ডেভিড, তানজিম কালাম তমাল, ইভন, মনিরুজ্জামান টিটু প্রমুখ। শুক্রবার সকালে মিল বাজার সংলগ্ন সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ৭০জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ শীতবস্ত্র (সোয়েটার) প্রদান করা হয়েছে। সোয়েটার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। প্রাক্তন ছাত্রদের অনুদানে গরীব বাক ও শ্রবন প্রতিবন্ধি ছাত্রদের জন্য সোয়েটারটা দেয়াটা আমাদের সকলের জন্য একটা দারুণ আত্মতৃপ্তির ব্যাপার। যারা এই কার্যক্রম সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

The post সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rO0w6y

No comments:

Post a Comment