ডুুুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) নামক এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ডুুুমুরিয়া উপজেলার বালিয়াখালী নাামক স্থানে। ডুুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে গেছে, রোববার সকালে বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বালু ব্যবসায়ী ও ঝিনেদাহ জেলার সদর থানার রহমান শিকদারের ছেলে বিল্লাল হোসেন বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার থেকে খুলনা ল-১১-৩০৮২ মোটরসাইকেল যোগে চুকনগর অভিমূখে যাচ্ছিলেন। সড়কের বালিয়া খালী মসজিদের কাছে টার্ণিং পয়েন্টে পৌঁছালে চুকনগর হতে খুলনাগামী যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো জ-১১-১৮৬৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুুমড়ে মুুচড়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টীম ঘটনা স্থলে পৌঁেছ তাকে উদ্ধার করে। পরে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
The post ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3n65qIt
No comments:
Post a Comment