নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটে চলছে সরকারি জায়গায় পাঁকা দোকানঘর নির্মাণের মহোৎসব। যেন দেখার কেউ নেই? জানা গেছে আগরদাড়ী সহকারি ভূমি কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় ব্যবসায়ীরা আবাদেরহাটে নির্মাণ করেছেন একাধিক পাঁকা দোকানঘর। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা আবাদেহাটে গড়ে তুলেছে অবৈধভাবে দ্বিতীয়তলা পাঁকা দোকানঘর।
তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছে সরকারী জায়গা ডিসিআর নিয়ে এসব দোকানঘর নির্মাণ করা হয়েছে। আরেকদিকে সাধারণ মানুষ বলছে সরকারি জায়গা ডিসিআর নিলেও দোতলা পাঁকা দোকানঘর নির্মাণ করার কোনো বিধান নেই বলে তারা জানান। সরজমিনে গিয়ে দেখা যায় গোদাঘাটা এলাকার আজগার আলি ছেলে খোকন নামে জনৈক ব্যক্তি ও নেবাখালীর এলাকার ওমর খলফীর ছেলে আমিরুল ইসলাম জনৈক ব্যক্তি আবাদেরহাটের ভিতরে মোট ২টি পাঁকা দোকানঘর নির্মাণ করেছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবসি।
The post আবাদেরহাটে চলছে সরকারি জায়গায় পাঁকা দোকানঘর নির্মাণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39bihFi
No comments:
Post a Comment