Sunday, January 24, 2021

নকিপুর সরকারি এইচসি হাইস্কুলে যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সভা https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিষদ, শ্যামনগরের সহায়তায় ও বিদ্যালয়ের যৌন হয়রানী প্রতিরোধ কমিটির এক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শিক্ষিকা নাসিমা পারভীনের সভাপতিত্বে ও জলবায়ু পরিষদ সদস্য রনজিৎ বর্মনের সঞ্চালনায় সভায় অভিযোগ বাক্স স্থাপন, খাতাপত্র ও চাবী সংরক্ষণ, সভা আহব্বান, প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তিসহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, কমিটির সদস্য ইউপি সদস্য বেবী নাজনীন, অভিভাবক সদস্য শিক্ষক লিপিকা হালদার, শিক্ষক মাফুজা পারভীন, সিএসআরএল মাঠ কর্মকর্তা পিযুজ বাউলিয়া, ভলেন্টিয়ার মাসুম পারভেজ বেল্লাল প্রমুখ।

The post নকিপুর সরকারি এইচসি হাইস্কুলে যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qOkeNU

No comments:

Post a Comment