Friday, January 22, 2021

নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বছর পূর্তি অনুষ্ঠান https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

শুক্রবার রাতে শহরের পলাশপোল তেতুলতলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পুলিশ পরিদর্শক এনামুল হক, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মুফতী সাইফুল্লাহ, মাওলানা আব্দুস সাত্তার, পলাশপোল তেতুলতলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ প্রমুখ। এসময় নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম হাফেজ আব্দুস সাত্তার। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

The post নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বছর পূর্তি অনুষ্ঠান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iESzMQ

No comments:

Post a Comment