নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় কাটিয়া বাজারস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় যুব সংহতি জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজীবুল্লাহ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান (হিমেল), সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, আলিপুর ইউনিয়ন যুব সংহতির আহবায়ক শহিদ হাসান, সদস্য সচিব বদরুজ্জামান সুমনসহ জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
The post সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38NiWeO
No comments:
Post a Comment