দেশে করোনার ৫০ লাখ ভ্যাকসিন আগামীকাল সোমবার আসছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি অনেক দিনের দাবি ছিল। আমরা এখন থেকে কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি।
ভ্যাকসিন দেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানিয়ে তিনি বলেন, টিকা নিতে কাউকে বাধ্য করা হবে না। টিকা নিতে অনেক ভিআইপি আগ্রহী আছেন। সময় মতো মন্ত্রী, সচিবরাও ভ্যাকসিন নেবেন।
ভ্যাকসিন গ্রহণে মানুষকে কীভাবে আশ্বস্ত করা হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়েছি। এসব ভ্যাকসিন থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়েছে। ভারত ও যুক্তরাজ্যে লাখ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। তাই এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রয়োজন নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় ভ্যাকসিন নিতে আগ্রহী ২৪ জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। সেখানে কাউকেই জোর করে দেয়া হবে না।
মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী আমরা আগে ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন দেব। পর্যায়ক্রমে যাদের ভ্যাকসিন লাগবে, তাদের সবাইকে ভ্যাকসিন দেয়া হবে।
The post ৫০ লাখ ভ্যাকসিন আসছে সোমবার: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sUYOk3
No comments:
Post a Comment