Friday, January 1, 2021

লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবুর নির্বাচনী অফিস উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাবুর নির্বাচনী অফিস উদ্বোধন এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লাবসা ইউনিয়নের কদমতলা বাজারে এ অফিসের উদ্বোধন এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুজ্জামান তোতা, ইউপি সদস্য আসাদুল ইসলামসহ লাবসা ইউনিয়নের নেতৃবৃন্দ, ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং সদর থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, লাবসা ইউনিয়নটি শহরের উপকণ্ঠে হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। যিনি নির্বাচিত হন তিনি বিরোধী দলের থাকার দোহাই দিয়ে ইউনিয়নের মানুষকে উন্নয়নের বাইরে রেখেছেন। অথচ সদরের অন্যান্য ইউনিয়ন বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী যেখানে নির্বাচিত হয়েছেন সেসব ইউনিয়নে উন্নয়নের উৎসব চলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শপথ নিয়ে এবার লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন যুবলীগের সফল নেতা গোলাম কিবরিয়া বাবু। ইতোমধ্যে তিনি ৬নং ওয়ার্ডের মেম্বর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে সুনামের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি লাবসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যে কারণে অত্যন্ত একটি বার ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাবুকে চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার। অফিস উদ্বোধন শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: মুফতি মোনায়েম বিল্লাহ।

The post লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবুর নির্বাচনী অফিস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o6yelm

No comments:

Post a Comment