Sunday, January 24, 2021

আশাশুনির কাদাকাটিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক মোড়লের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাদাকাটি হিন্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মফিজুল হক মোড়ল। এসময় তিনি বলেন, বিগত দিনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ছিলাম এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলাম। এখন এলাকার মানুষের দাবীর মুখে এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা ভেবে আবারও ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আপনাদের মাঝে এসেছি। এসময় তিনি আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন। সবুজ আহমেদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অবসারপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক সরদার, সমাজসেবক আজিজুল হক, কার্তিক চন্দ্র মন্ডল, আওছাফুর রহমান, আনিছুর রহমান, সাবেক মেম্বর ইয়াকুব আলী বেগ, শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য হরে কৃষ্ণ মন্ডল, মেম্বার প্রার্থী আব্দুস সুবহানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীবৃন্দ।

The post আশাশুনির কাদাকাটিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Y9zMj9

No comments:

Post a Comment