Saturday, January 2, 2021

মৃদু হার্ট অ্যাটাক করেছেন গাঙ্গুলী https://ift.tt/eA8V8J

মাইলড হার্ট অ্যাটাক হয়েছে সৌরভ গাঙ্গুলীর। দুপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান ও সাবেক অধিনায়ক এখন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি আছেন। সেখানে যাওয়ার পরপরই বেশ কয়েকজন ডাক্তার তাকে দেখার পাশাপাশি  বিভিন্ন মেডিকেল টেস্ট দেন। সকালবেলায় জিম করতে গিয়ে ব্যথা অনুভব করেন গাঙ্গুলী। এরপর মাথা ঘুরে পড়ে অচেতন হয়ে যান কিছুক্ষণ।

কিছুটা সামলে উঠে পারিবারিক ডাক্তারকে ফোন করেন সৌরভ নিজেই। বুকে ব্যথার কথা জানালে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসক।  ইসিজির পর দেখা যায় মাইল্ড স্ট্রোক করেছেন সৌরভ। হাসপাতালের কার্ডিওলজি হেড ড. সরোজ মণ্ডলের নেতৃত্বে বেশ কয়েকজন চিকিৎসক দেখছেন গাঙ্গুলীকে। অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হতে পারে তার। সাময়িক পেসমেকার লাগানোর চিন্তাভাবনাও চলছে বলে জানা গেছে।

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী জানান, সৌরভ গাঙ্গুলর হৃদযন্ত্রে সমস্যা আছে।

ভারতের অন্যতম সফল এই অধিনায়ক ধারাভাষ্যকার ও দক্ষ সংগঠকও। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯ তম প্রেসিডেন্ট।

The post মৃদু হার্ট অ্যাটাক করেছেন গাঙ্গুলী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nbxn1f

No comments:

Post a Comment