আব্দুস সামাদ বাচ্চু ও শহিদুল ইসলাম: সুপার সাইক্লোন আম্পানে ভেঙে যাওয়া আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বেড়িবাঁধের ভাঙন নির্মাণের কাজ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
পরিদর্শনকােেল তিনি বলেন, আম্পানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বাঁধ ভেঙে ৮ মাস যাবত এই অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করেছে। অনেকে নিজের ভিটা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী বাঁধ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন এই বাঁধ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির দিকে। তিনি এই কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অব. কর্নেল মুনির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, পাউবো’র এসও গোলাম রাব্বি হাসান প্রমুখ।
The post আশাশুনির হাজরাখালি বেড়িবাঁধ নির্মাণ কাজের পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r6F9w7
No comments:
Post a Comment