Thursday, January 21, 2021

ডুমুরিয়ায় ছাগল চুরির পৃথক দুটি মামলায় আটক সাত https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানার শোভনা ও চুকনগর এলাকা হতে ছাগল চুরির পৃথক দুটি মামলার ৭ আসামী আটকসহ চুরি যাওয়া ৩টি ছাগল উদ্বার করেছে পুলিশ। ধৃত আসামীদের বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা গ্রামের গৃহবধু সবিতা মল্লি¬ক বুধবার সকালে তার পোষা দুটি খাসী ছাগল যার আনুমানিক মূল্যে ২০ হাজার টাকা বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্যে বেঁধে রেখে আসেন। দুপুর আনুমানিক ২ টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ চোরের দল ইজিবাইক যোগে ছাগল দুটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে ছাগলসহ হাতে নাতে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ছাগলের মালিক সবিতা মলি¬ক বাদী হয়ে বুধবার ধৃত আসামী কেএমপির লবনচোরা থানার সজল জমাদ্দার (২৬) ডুমুরিয়া থানার বাদুরগাছা এলাকার শহিদুল মির্জা ওরফে ডুবা (২৫) ও আব্দুল হাফিজ খাঁ (৩২), আঙ্গারদোহা গ্রামের টগর মীর ওরফে বাবু (২৫) এবং জিলের ডাঙ্গা গ্রামের বিল¬াল হোসেন (২৫) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অপর দিকে বুধবার দুপুরে থানার চুকনগর এলাকার গৃহবধু নাসরিন বেগম তার ৭টি পোষা ছাগল ঘাস খাওয়ানোর জন্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়ের পাশে বেঁধে রাখেন। তার মধ্যে হতে সুযোগ বুঝে ৩ জনের সংঘ বদ্ধ চোরের দল একটি খাসী ছাগল ইঞ্জিনভ্যান যোগে চুরি করে পালানোর সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ছাগলটি উদ্ধারসহ আরাজি ডুমুরিয়া গ্রামের ফাহাদ শেখ (২২) ও আলী আহম্মদ শেখ (১৯)কে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেন। অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে নাসরিন বেগম বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক দুটি ছাগল চুরি ঘটনায় ধৃত ৭জন আসামীকে আদালতের মাধ্যেমে বৃহস্পতিবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া তিনটি ছাগল এবং চুরি কাজে ব্যবহৃত ইজিবাইক ও ইঞ্জিনভ্যান জব্দ করা হয়েছে।

The post ডুমুরিয়ায় ছাগল চুরির পৃথক দুটি মামলায় আটক সাত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NrH2F1

No comments:

Post a Comment