Saturday, January 2, 2021

সাতক্ষীরায় মাছের ঘেরে যুবকের মরদেহ উদ্ধার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় মাছের ঘের থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়ায় মজুমদারের খালের পাশের একটি মাছের ঘেরে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন বলেন, রবিবার সকালে স্থানীয় লোকজন মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত একজন যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে। পরিবারের ভাষ্যমতে উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জব্বার মল্লিকের ২২ বছর বয়সী দ্বিতীয় পুত্র রিংকু মল্লিকের। রিংকু মানসিক ও শারিরীক ভাবে প্রতিবন্ধি ছিল। তবে কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখছে।
মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

The post সাতক্ষীরায় মাছের ঘেরে যুবকের মরদেহ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oejYXK

No comments:

Post a Comment