দেবহাটা ব্যুরো: দেবহাটার চালতেতলা-কৈখালীর মধ্য দিয়ে প্রবাহিত সদ্য খনন শেষ হওয়া সাপমারা খালে মাটি ভরাট করে নিজের মৎস্য ঘের দিন দিন বড় করে চলেছে জামাত আলী নামের কুচক্রী এক ঘের মালিক।
সে উপজেলার পারুলিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। ক্রমশ খালের মধ্যে মাটি ফেলে ভরাট করার ঘটনায় বাঁধা দিতে গেলে তাতে তোয়াক্কা না করে উল্টো আশপাশের বাসিন্দাদের সে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। ওই এলাকার মোসলেম ঢালী, রঞ্জন বাছাড়, আলহাজ্ব আব্দুল হমিদসহ একাধিক বাসিন্দারা জানান, গেল বছরেই সরকার ১৯ কোটি টাকা ব্যায়ে সাপমারা খালটি পুন:খনন করেছে। এতে করে অস্তিত্ব সংকটে পড়া সাপমারা খালটি নতুন করে নাব্যতা ফিরে পেয়েছে। কিন্তু পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চালতেতলা ও কৈখালী গ্রামের মধ্যবর্তী দিয়ে প্রবাহিত এ খালটি নিজের ব্যক্তিস্বার্থে আবারো ভরাট করে চলেছে জামাত আলী নামের কুচক্রী ওই ঘের মালিক। খালটির একপাশে তার মৎস্য ঘের রয়েছে। সে তার নিজের ঘেরের মাটি স্কেভেটর মেশিন দিয়ে কেটে ক্রমশ খালের মধ্যে ফেলে একদিকে খালটি ভরাট এবং অন্যদিকে মৎস্য ঘেরের আয়তন বৃদ্ধি করে চলেছে। এতে করে জোয়ারের পানিতে এসব মাটি খালে তলদেশে জমে ক্রমশ ভরাট হচ্ছে। তাই খালটির নাব্যতা ধরে রাখতে কুচক্রী ঘের মালিক জামাত আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
The post দেবহাটায় খাল ভরাট করে মৎস্য ঘের বড় করছে জামাত আলী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ccrQG0
No comments:
Post a Comment