Saturday, January 2, 2021

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমকে আওয়ামী লীগ থেকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) বিকালে খাজরা ইউনিয়নের গদাইপুর বাজারে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগও অঙ্গ সহযোগি সংগঠন। মানববন্ধনে বক্তারা শাহনেওয়াজ ডালিমের পিতা মোজার উদ্দীনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে বলেন, রাজাকারের তালিকা (সিরিয়াল নং ১২) থেকে মোজার উদ্দিনের নাম যেন বাদ না যায়। ডালিমকে দল থেকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ মোল্যা, সাবেক মেম্বর ইসমাইল হোসেন, প্রভাষক জাকিরুল ইসলাম, মাসুদুর রহমান প্রিন্স প্রমুখ। বক্তারা আরও বলেন, চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে ৫টি বোমা বিস্ফোরণ মামলা, ৩টি হত্যা-ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মারা মামলা এবং একাধিক চাঁদাবাজী মামলা রয়েছে। বক্তারা বলেন, ডালিম ও তার পোষা সন্ত্রাসীরা প্রতি বছর এলাকার ঘের মালিকদের থেকে ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা করে চাঁদা আদায় করে এসেছেন। ইউনিয়নের উন্নয়নে প্রকল্পের টাকা ও সরকারি সহায়তার কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন। তার ভাইয়েরা সবাই বিএনপি ও জামাতের নেতাকর্মী। তার অত্যাচারে এলাকার মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে নির্যাতন, চাঁদাবাজী, দাঙ্গা-হাঙ্গামা, লুটপাটের ঘটনা ঘটিয়ে এলাকাকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার অপকর্মে সরকারের সকল অর্জন ম্লান হয়ে গেছে। বক্তারা অবিলম্বে ডালিমকে গ্রেপ্তার, উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিস্কার দাবি জানান। এছাড়া তিনি যাতে আর নৌকা প্রতীক পেতে না পারেন, সেব্যাপারে উর্দ্ধতন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন।

The post আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3b7W1Oh

No comments:

Post a Comment