Sunday, January 3, 2021

আশাশুনির বুধহাটায় বারি সরিষা প্রদর্শনী ক্ষেত পরিদর্শন https://ift.tt/eA8V8J

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নে বারি সরিষা প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বুধহাটা ইউনিয়নের ৫ নং ব্লকের বুধহাটা গ্রামের শেফালী পাইন ও শ্বেতপুর গ্রামের মইউদ্দীন সরদারের প্রদর্শনী ক্ষেতে বারি সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে চাষীরা বারি সরিষা চাষ করেছেন। পরিদর্শনকালে চাষীদ্বয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে বারি সরিষা ১৪ প্রদর্শণী খামারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহায়তা প্রদান করেন।

The post আশাশুনির বুধহাটায় বারি সরিষা প্রদর্শনী ক্ষেত পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KWA2z0

No comments:

Post a Comment