Saturday, January 23, 2021

ডুমুরিয়ায় আশ্রায়ণ প্রকল্পের ঘর পেয়ে আবেগে কেঁদে ফেললেন রিনা বেগম https://ift.tt/eA8V8J

লতিফ মোড়ল, ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে শেখ হাসিনার দেয়া আশ্রায়ন প্রকল্পের ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শনিবার সকালে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতা আশ্রায়ণ প্রকল্প থেকে সুফলভোগী পরিবারের মানুষের হাতে এগুলো তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ-এমপি, সুফলভোগী পরিবারের সদস্য অশোক দাস ও রিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি খন্দকার মহিদ উদ্দীন, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা পুলিশ সুপার এসএম শফিউল¬াহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান প্রতাপ রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঘর ও জমি পেয়ে রিনা বেগম বলেন, ‘আমার কিছুই ছিল না। থাকতাম অন্যের জায়গায়। এমন অবস্থায় ২ শতাংশ জমি ও একটি পাকা বাড়ির মালিক হতে পেরে খুবই আনন্দিত। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এই উপহার দেয়ার জন্য। আমি কখনো ভাবতেও পারিনি এমন বাড়ি আর জমির মালিক হতে পারবো।

The post ডুমুরিয়ায় আশ্রায়ণ প্রকল্পের ঘর পেয়ে আবেগে কেঁদে ফেললেন রিনা বেগম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/365DRJF

No comments:

Post a Comment