যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১৪ নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর ১৩টিই যশোর জেলার।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে মোট ৭০টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ৫৬টি নেগেটিভ ফল দিয়েছে। ফলাফল আজ শুক্রবার সকালে সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিন যশোর জেলার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজেটিভ ফল দেয়। আর মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করে একটি পজেটিভ পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৯০৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এদের মধ্যে তিন হাজার ৪২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৬ জন।
যশোর প্রতিনিধি:
The post যশোরের ১৩ নমুনা করোনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cR9Yi7
No comments:
Post a Comment