সাতক্ষীরার আশাশুনিতে জমিজমা সংক্রান্ত মামলা করায় বাড়িঘর, দোকানের, মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে সোনার গহনা ও নগদটাকা লুটপাট করেছে সস্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এঘটনা ঘটে। এসময় সস্ত্রাসীদের অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নাকনা গ্রামের ময়নদ্দীন পাড়ের সাথে একই গ্রামের মতি পাহাড়ের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোর্টে একটি মামলা করে ময়নদ্দীন পাহাড়।
এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মতি পাহাড়ের নেতৃত্বে ১০/১৫জন সস্ত্রাসী বাড়িতে প্রবেশ করে ৩টি বাড়িঘর, ৪টি দোকান, মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও ঘর থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা ,নগদ ৫০ হাজার টাকা লুটপাত করে নিয়ে যায়। এসময় সস্ত্রাসীদের হাতে শফিকুল ও তার স্ত্রী জেসমীন আহত হয়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, থানায় কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইন ডেস্ক:
The post আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় ভাংচুর ও লুটপাট, আহত ২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3irInFs
No comments:
Post a Comment