Saturday, October 3, 2020

স্বপ্নময় দিন গুলো https://ift.tt/eA8V8J

শেখ তামিম বিল্লাহ

স্বপ্নের রংধনু আকাশেতে ঝরে,
সোনালী রোদ্দুর বহে শরীরের উপরে।
দিন যায়, গোনা নাই, গ্রোতের ধারায়,
বহমান জীবনে কাটে না সময়।

কলমের যত কথা কালির ভাষায়,
কবি কাব্য আজো গৃতি হয়ে রয়।
সন্ধ্যাবেলায় যখন সূর্য্য ঢলে পরে,
পাখির কলরব মধুর সুরে।
আশার মাঝে সুখ, প্রদীপের আলো,
কেটে যাওয়া দিন গুলো লাগে না ভালো।
আসিলে চলে যায়, নতুনের রুপে প্রায়,
এই সুন্দর প্রভাত বিচিত্র স্বপ্নময়।

The post স্বপ্নময় দিন গুলো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Gp32Nr

No comments:

Post a Comment