শেখ হারুন
¯েœহে ডোরে বাঁধ মাগো আমায় তুমি
মোরা যার কোলেতে জনম নিনু আমি
এ বাংলার ঝর্ণা পাহাড় পূরী ঢাল
মধু বনে মৌ পাছেতে ছুটছে মৌয়াল
শরষে পাপিয়া ডাকছে কূহু কূহু ঐ
সাঁঝ হলোরে সখি জল নিবি চল হৈ
রাখাল বালক বাজায় বাঁশের বাঁশি
কৃষক মাঠের ধান কেটে যায় চাষী
এমন সোনার এইতো আমার দেশ
ধানে ভরা গানে ভরা নেই তার শেষ
তূলনা কি হয় এ মাটির সাথে কারো
পাবেনা ভাইরে সম দেখ খুঁজে পারো
এই সোনা দেশ আমি ভালবাসি কত
হবেনা শেষতো ভালো বাসিলেও শত
The post সোনার দেশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3n8aFsl
No comments:
Post a Comment