Monday, October 5, 2020

ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন ও শিক্ষকদের উৎসাহ প্রদান https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না, রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে তার কাছে না শুনলে বোধ হয় শুনাই হতো না, আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না, এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত, সালাম জানাই সহ¯্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু…।

শিক্ষকদের প্রতি অতল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানিয়ে সোমবার সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ‘মা ফাউন্ডেশন’র উদ্যোগে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মা ফাউন্ডেশন’র সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় সুধীজন।

এসময় বিশ্ব শিক্ষক দিবসে সমাজে শিক্ষকদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা দেশ গড়ার কারিগর। প্রত্যেক শিক্ষক যদি তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সফল হবে। তাই প্রত্যেক শিক্ষককে আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদানের আহবান জানান।

আলোচনা শেষে বিশ্ব শিক্ষক দিবসে ‘মা ফাউন্ডেশন’র পক্ষ থেকে দুই জন দায়িত্বশীল ও কর্তব্য পরায়ন শিক্ষক হিসেবে ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. আবুল হাসান ও ডিবি গার্লস হাইস্কুলে সহকারি শিক্ষক দেবব্রত ঘোষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

The post ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন ও শিক্ষকদের উৎসাহ প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ixw0Yw

No comments:

Post a Comment