Monday, October 5, 2020

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে চেক বিতরণ ও আলোচনাসভা https://ift.tt/eA8V8J

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে চেক বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) এর কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বাকশিসের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ ইমদাদুল হক, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যক্ষ সেলিম, অধ্যক্ষ শফিকুজ্জামান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ ভৈরব কুমার, প্রভাষক আরশাদ আলী, সহকারী অধ্যাপক মহিউদ্দীন, সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, প্রভাষক বাসুদেব সিংহ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষক দিবস উপলক্ষে বক্তারা শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, বর্তমানে শিক্ষকদের দাবি একটাই, শিক্ষা জাতীয়করণ চাই।
এসময় বাকশিসের সদস্যদের মধ্যে অবসর প্রাপ্ত ১৯ জন ও মৃতজনিত কারণে ৫জনসহ মোট ২৪ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে সর্বমোট ১৪লক্ষ টাকা বিভিন্ন অংকের টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

The post অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে চেক বিতরণ ও আলোচনাসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SAq0DH

No comments:

Post a Comment