র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এক অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৬ অক্টোবর রাত ১০টার দিকে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মো.বজলুর রশিদের নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতের নাম অশোক দাস (৫০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাসের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মো.বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ থানার সোতপুর গ্রামের বিলঘুল্লা ব্রীজের পশ্চিম পাড়ে জনৈক আমজাদ হোসেন এর মুদি দোকানের দক্ষিণ পাশে কালীগঞ্জ টু সাতক্ষীরাগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-২৭, তাং-২৭/১০/২০২০খ্রী.।
অনলাইন ডেস্ক:
The post কালিগঞ্জের সোতপুরে র্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Je3MX3
No comments:
Post a Comment