ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী মাসুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। মঙ্গলবার তিনি ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া, টোলনা দক্ষিণপাড়া, টোলনা গোলদারপাড়া, চেচুড়ী সাহাপাড়া, দহাকুলা পূজা মন্দির ও বরুনা রাজবংশিপাড়া পূজামন্ডপ পরিদর্শন ও পূজা আয়োজকদের শুভেচ্ছা বিনিময় এবং হাতে নগদ অর্থিক সহয়তা প্রদান করেন।
The post ডুমুরিয়ার ধামালিয়ায় যুবলীগ নেতার পূজামন্ডপ পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31GzTVl
No comments:
Post a Comment