Saturday, October 24, 2020

আচ্ছাদিত লাশ https://ift.tt/eA8V8J

অসিকার রহমান

“এই তো এখানেই ছিল বসার ঘর, ড্রইংরুম
ঘরের মধ্যে মধ্যবিল, অবাধ স্বাধীনতা
বাতায়নে বসতো পাখি
শিশু ও পাখির কুজনে মুখরিত উপকণ্ঠ

এখানে ছিলো পার ঘর
কালি ও কলমে স্বাধীনতার ছোটাছুটি
জন্ম নিতো এখানে শীর্ষ তাজমহল
নরম পালকের উচ্চারণ ফুল হয়ে ঝরতো
মাতাল হাওয়ার নীলাকাশ ছিলো এই ঘর
এখন কিছু নেই, কেউ নেই আমার “

কথাগুলো বলতে বলতে
একা একা অনেকক্ষণ ঝরে গেলো সে
তারপর ধপ করে লুটিয়ে পড়লো কালো আচ্ছাদিত লাশে
হাউ হাউ করে কেঁদে বললো
‘ওদের কতো করে বললাম, এ ঘরে মানুষ আছে মানুষ,
মেরো না মেরো না

The post আচ্ছাদিত লাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mj0eAN

No comments:

Post a Comment