নাসিমা হক মুক্তা
এক সময় সোনা- রূপার চেয়েও
মাতৃত্বের প্রতি বেশ লোভ ছিল
এখন বড্ড ভয়ে আছি
যদি আমার শিকড় ছুঁয়ে কোন কুলাঙ্গারের জন্ম হয়
শতশত মেয়ের চিৎকারে গুটিশুটি শামুক জীবন
কোনো মসজিদ, মন্দির ও গীর্জার খন্দে
না ডাকুক বিতৃষ্ণা ও আধভাঙ্গা মুক্তির ডটকম
শুচিবায়ু ছাড়া ছারপোকা দল
নিদান ফলে লুটিয়ে পড়ে বহ্নি-উৎসব ভোজনে
খড়মড় করে অস্তিত্বের তন্তুজাল ফেড়ে
হিংগ্রতা ঠুকরে খায়—
গৃহস্থালির সুখ-সুন্দর
হাস্যময় লাগে ঐ মনুষ্যত্ব দেখে
যার শিথান-পৈতানে বুকপাতে খেজুর খুশবু
তীর্থের সন্ন্যাসীর মতো লুফে নেয় লালপদ্ম
সে আবার কখনো কখনো
নর্দমায় দাবা খেলে গেরস্ত দেবতার সাথে
সম্বলে যা কুলোয় তা নিয়ে
বুনো মোষের মতো দৌঁড়ে দৌঁড়ে
গিঁট খুলে নারীত্বের, মাতৃত্বের
কিছুক্ষণ পরে রাজা স্বভাব গর্দানে
ভেসে ওঠে লাল সবুজের পতাকা
এই আমি ও এই দেশ…
The post ডটকম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kw4HQc
No comments:
Post a Comment