Tuesday, October 6, 2020

সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন (ভিডিও) https://ift.tt/eA8V8J

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া, সিলেটের এমসি কলেজে নববধুকে গণধর্ষণসহ সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপি শহরের শহিদ আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা সদরে অনুরূপ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে উদীচী শিল্প গোষ্ঠী, জেলা মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ, প্রগতি, সুশীলন, পানি কমিটি, জলবায়ু পরিষদ, বরসা, চুপড়িয়া মহিলা সমিতি, বাংলাদেশ ভিশন, হেডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যানারসহ অংশগ্রহণ করে।

বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, এড. শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এম কামরুজ্জামান, ওবায়দুস সুলতান বাবলু, প্রভাষক ইদ্রিস আলী, নারী নেত্রী জোৎ¯œা দত্ত, চৈতালী মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার, মধাব চন্দ্র দত্ত, কমরেড আবুল হোসেন, এড. মনির উদ্দিন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, রঘু নাথ খা, নাজমুল হাসান মুন্না, লুইস রানা গাইন, কায়সারুজ্জামান হিমেল, নিত্যানন্দ সরকার, মনিরুজ্জামান জোয়ার্দ্দার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলিনুর খান বাবুল।
বক্তারা সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার তালায় ইভটিজিংয়ের শিকার হয়ে বিউটি মন্ডলের আত্মহত্যা, নির্যাতন সইতে না পেরে পাটকেলঘাটার টুম্পার আত্মহত্যা, কালিগঞ্জে তরুণীর যৌন হয়রানী, শহরের সরকারপাড়ায় পঞ্চম শ্রেণির শিশুকে অপহরণ, কালিগঞ্জে গাছে ঝোলানো অবস্থায় নবজাতক উদ্ধারসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করেন। বক্তারা বলেন, পরিস্থিতি দিন দিন ভয়নক আকার ধারণ করছে। কিন্তু অধিকাংশ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে প্রতিবাদের ঝড় না উঠলে কর্তৃপক্ষের টনক নড়ে না। বক্তারা সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jGJN0k

No comments:

Post a Comment