Tuesday, October 6, 2020

ধর্ষক নিধনের দাবিতে শ্যামনগরে তরুণের অবস্থান ধর্মঘট https://ift.tt/eA8V8J

নারীর উপর নিপীড়নকারী পুরুষসহ ধর্ষকদের নিধনের দাবি জানিয়ে কলেজ ছাত্র মোখলেছুর রহমান অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার বেলা এগারটা থেকে একটা পর্যন্ত শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্তায় দাড়িয়ে তিনি এমন দাবি জানান। দুই ঘন্টার অবস্থান ধর্মঘটকালে “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” এবং “কুকুর নয়, ধর্ষক নিধন চাই” লেখা প্লাকার্ড শরীরের লাগিয়ে রাখেন।

সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (উচ্চ মাধ্যমিক) ছাত্র মোখলেছুর রহমান জানান সারা দেশে নারীরা একের পর এক নীপিড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে। গত নয় মাসে ১ হাজার ৮৩ জন নারী পুরষের লালসার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন কুকুর নিধনের আগে ধর্ষকদের নিধন করতে হবে।

জাতির জনকের সোনার বাংলায় নারীরা নিপীড়নের শিকার হলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পায় উল্লেখ করে তিনি ধর্ষকদের ক্রসফায়ারে হত্যার দাবি করেন।

শ্যামনগর প্রতিনিধি:

The post ধর্ষক নিধনের দাবিতে শ্যামনগরে তরুণের অবস্থান ধর্মঘট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3loqERr

No comments:

Post a Comment