Saturday, October 3, 2020

কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্দ্ধ ব্যক্তির লাশ উদ্ধার https://ift.tt/eA8V8J

কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্দ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বেত্রবতী নদী তথা বেতনা নদীর স্লুইজ গেট সংলগ্ন পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল জানান, ‘শনিবার সকালে শাকদাহ বাজার স্লুইজ গেট সংলগ্ন এলাকায় বেত্রবতী নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান স্থানীয় কয়েকজন। সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে তাঁর নেতৃত্বে থানা পুলিশ ও খোরদো ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে ষাটোর্দ্ধ বয়সী প্রদিপ কুমার বলে জানা গেছে।’
তিঁনি আরো বলেন, ‘মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে পানি থেকে লাশ তোলার সময় শরীরের কয়েক স্থানে চামড়া ছিলে বা উঠে যায়।’
ভারপ্রাপ্ত ওসি হারান বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।’
আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

The post কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্দ্ধ ব্যক্তির লাশ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cSg6H0

No comments:

Post a Comment